ঢাকাশুক্রবার , ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. করপোরেট সংবাদ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. ধর্ম-দর্শন
  13. নগর জীবন
  14. নারী
  15. নির্মল ভাবনা
আজকের সর্বশেষ সবখবর

নতুন সদস্য নেওয়ার ঘোষনা ডিএসইসির

অনলাইন ডেস্ক
অক্টোবর ২, ২০২১ ৯:৪১ অপরাহ্ণ
Link Copied!

নতুন সদস্য নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)। রাজধানীর বিভিন্ন (প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইন নিউজ পোর্টাল) গণমাধ্যমে কর্মরত সাব-এডিটররা সদস্যপদের জন্য আবেদন করতে পারবেন।

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক শামসুল আলম সেতু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (২ অক্টোবর) এ তথ্য জানানো হয়েছে।

সংগঠনের সদস্য হতে চাইলে সাব-এডিটর কিংবা নিউজরুম এডিটর হিসেবে দুই বছরের পেশাগত অভিজ্ঞতা লাগবে। আবেদনের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক কিংবা সমমান। সংগঠনের নির্ধারিত ফরমে ২০ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে।

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের অফিস (ইসলাম এস্টেট, ৫৫/১ পুরানা পল্টন, তৃতীয় তলা) অথবা নির্বাহী কমিটির সদস্যদের কাছ থেকে আবেদন ফরম সংগ্রহ ও তা জমা দেওয়া যাবে।

আবেদনপত্র জমা দেওয়ার সময় সংগঠনের ব্যাংক হিসাবে (ঢাকা সাব-এডিটরস কাউন্সিল, হিসাব নং ০২০০০১১৯০৩২০১ অগ্রণী ব্যাংক, জাতীয় প্রেসক্লাব শাখা) ৫শ টাকা জমা দিয়ে রসিদের ফটোকপি দিতে হবে। এ ছাড়া শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র ও কর্মক্ষেত্রের নিয়োগপত্র/পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।