ঢাকাসোমবার , ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. করপোরেট সংবাদ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. ধর্ম-দর্শন
  13. নগর জীবন
  14. নারী
  15. নির্মল ভাবনা
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গু হয়েছে কি না বুঝবেন যেভাবে

অনলাইন ডেস্ক
জুলাই ২৯, ২০২১ ২:৩০ অপরাহ্ণ
Link Copied!

করোনাভাইরাসের মধ্যেই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। একই সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। তবে ডেঙ্গুর উপসর্গগুলো জানা থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ দেওয়া সম্ভব। তাহলে চলুন জেনে নিই, ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো সম্পর্কে-

১। শরীরে তাপমাত্রা ভয়ানক ভাবে বাড়তে পারে।

২। শরীরে র‍্যাশ দেখা দিতে পারে।

৩। অসহ্য মাথা ব্যথা থাকবে।

৪। চোখের আশপাশে ব্যথা শুরু হবে।

৫। পেশী আর গাঁটে ব্যথা থাকতে হবে।

৬। বমি বমি ভাব আসলে।৭। খিদে না পাওয়া।

৮। অনেক ক্ষেত্রে জ্বরের তিন চারদিন পর ঘাড়ের কাছে গোলাপি রঙ হয়ে যেতে পারে।

তবে সব ধরনের ডেঙ্গু জ্বর হলেই যে চিকিৎসকের পরামর্শ নিতে হয়, তা নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ১৯০ মিলিয়ন ডেঙ্গু আক্রান্তের কথা নথিভুক্ত হয়েছে। এরমধ্যে ৯৬ মিলিয়নের ক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন হয়।যাদের ডেঙ্গু হওয়ার সম্ভাবনা বেশি থাকে?

জমা পানি রয়েছে, এরকম অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করলে ডেঙ্গু আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এছাড়াও আরও বেশ কিছু কারণ রয়েছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায়। যেমন-

১। যাদের পূর্বে ডেঙ্গু জ্বর হয়েছিল

২। রোগ প্রতিরোধ ক্ষমতা কম যাদের

৩। যাদের প্লেটলেট কাউন্ট কম

ডেঙ্গু হয়েছে কি না, যেভাবে জানতে পারবেন?

ডেঙ্গু জ্বর হয়েছে কিনা সেটা জানতে চিকিৎসকরা সাধারণত তিনটি পরীক্ষা করান। এগুলো হলো-

১। ব্লাড কাউন্ট টেস্ট

২। এলিজা টেস্ট

৩। পিসিআর টেস্ট

ডেঙ্গু হলে যা করবেন?

উপরে বর্ণিত উপসর্গ কারো শরীরে দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এছাড়াও প্রাথমিক ভাবে বেশ কিছু চিকিৎসা গ্রহণ করতে পারেন। এগুলো হলো-

১। প্রচুর পরিমাণে পানি পান করতে হবে।

২। প্যারাসিটামল খেতে হবে।

৩। অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে।

ডেঙ্গু আক্রমণের সম্ভাবনা কমানোর জন্য কী করতে পারেন?

মশা ডিম পাড়তে পারে, এরকম পানি জমিয়ে রাখবেন না। মশারিতে জাল দিয়ে রাখুন, ফুল হাতা জামা পরুন, মশার কয়েল জ্বালিয়ে রাখতে পারেন। একবার যাদের ডেঙ্গু হয়েছে, তাদের আবার সংক্রমণের সম্ভাবনা থাকে। তাই সতর্ক থাকতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।