ঢাকাশুক্রবার , ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. করপোরেট সংবাদ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. ধর্ম-দর্শন
  13. নগর জীবন
  14. নারী
  15. নির্মল ভাবনা
আজকের সর্বশেষ সবখবর

এক কাঁঠালেই দেড় মণ, দাম ২৩০০ টাকা

অনলাইন ডেস্ক
জুন ২৪, ২০২১ ১২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

এক কাঁঠালের ওজন ৬৫ কেজি! বিশালাকৃতির এ কাঁঠালকে ঘিরে গত দুদিন ধরে ছিল ক্রেতা আর উৎসুক জনতার ভিড়। অবশেষে কাঁঠালটি বিক্রি হলো দুই হাজার তিনশ টাকায়।

কি‌শোরগ‌ঞ্জ শহ‌রের পুরানথানা এলাকার ইসলা‌মিয়া সুপার মা‌র্কেটের এক মোবাইল ফোন ব্যবসা‌য়ী বুধবার দুপু‌রে কাঁঠাল‌টি কি‌নে নেন।

জানা গে‌ছে, কি‌শোরগঞ্জ সদর উপ‌জেলার ম‌হিনন্দ ইউনিয়নের হাজরাহা‌টি গ্রামের বা‌সিন্দা ও পুরানথানা এলাকার ফল ব্যবসা‌য়ী মো. আবুল হো‌সেন নর‌সিংদী জেলার বেলাব উপ‌জেলার বিল্লা‌লের মোড় এলাকার স্থানীয় একজনের কাছ থে‌কে কাঁঠাল‌টি কি‌নে নেন। পরে গত সোমবার কাঁঠাল‌টি বি‌ক্রির জন্য পুরানথানা বাজা‌রে নি‌য়ে আসেন।

আবুল হো‌সেন ব‌লেন, আমি মূলত কাঁঠাল ব্যবসা‌য়ী না। অন্য ফ‌লের ব্যবসা ক‌রি। বেলাব এলাকায় এক‌টি গা‌ছে বড় বড় ৬টি কাঁঠাল দেখ‌তে পাই। এরপর মা‌লি‌কের সঙ্গে যোগা‌যোগ ক‌রে সব‌চে‌য়ে বড় কাঁঠাল‌টি কি‌নে নিয়ে আসি।

ক‌য়েকজন মি‌লে বি‌শেষ কৌশ‌লে গাছ থে‌কে কাঁচা কাঁঠাল‌টি নামা‌নো হয়। দুই দিন ধ‌রে বি‌ক্রির জন্য পুরানথানা বাজা‌রে রাখা হয়। অব‌শে‌ষে কাঁঠাল‌টি বি‌ক্রি কর‌তে পে‌রে‌ছি।

স্থানীয়রা জানান, ৬৫ কে‌জি ওজ‌নের কাঁঠাল সচরাচর দেখা যায় না। তাই কাঁঠাল‌টি দেখ‌তে পুরানথানা এলাকায় ভিড় ক‌রেন অসংখ্য মানুষ। ‌ত‌বে কাঁঠাল‌টি কত টাকায় কেনা হ‌য়ে‌ছিল সে‌টি বল‌তে চাননি বি‌ক্রেতা আবুল হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।