বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) প্রতিনিধি সম্মেলন আগামী ৩১ জুলাই অনুষ্ঠিত হবে। সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হবে ১৫ সেপ্টেম্বরের মধ্যে।
দেশে কর্মরত পেশাদার সাংবাদিকদের এই সংগঠনের প্রতিনিধি সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি শনিবার (৫ জুন) বিএফইউজে’র ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ নির্মল বার্তাকে নিশ্চিত করেন।
তিনি বলেন, শনিবার সংগঠনের নির্বাহী কমিটির সভায় আগামী ৩১ জুলাই প্রতিনিধি সম্মেলন ও তার দেড় সপ্তাহ পর বা আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত হয়।
আগামী ১৩ জুলাই নারায়ণগঞ্জে বর্তমান নির্বাহী পরিষদের শেষ সভা হওয়ার কথা রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।